পায়ুপথে স্বর্ণের বিস্কুট, ভারতে আটক বাংলাদেশি

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১০ জুলাই ২০১৮

পায়ুপথে স্বর্ণের বিস্কুট ভরে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ল মো. নিজামুদ্দিন নামে এক বাংলাদেশি। গতকাল (সোমবার) ভারতের আগরতলা বিমানবন্দর থেকে তাকে আটক করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)।

সোমবার বিকেলে ইন্ডিগোর বিমানে আগরতলা থেকে কলকাতা যাওয়ার কথা ছিল তার। বোর্ডিং পাস নিয়ে বিমানেও উঠতে যান তিনি। কিন্তু তল্লাশির সময় মেটাল ডিটেক্টরে তার শরীরে স্বর্ণের উপস্থিতি ধরা পড়ে।

তিনি পায়ুপথে স্বর্ণের বিস্কুটগুলো ঢুকিয়ে রেখেছিলেন। সিআইএসএফ-এর জওয়ানরা সেগুলো বের করেন। স্বর্ণের মোট ছয়টি বিস্কুট উদ্ধার করা হয়। এগুলোর ওজন প্রায় ৬০০ গ্রাম। বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা।

জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।