সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি কাভানগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ এএম, ১০ জুলাই ২০১৮

সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে ফেডারেল আপিল কোর্টের বিচারপতি ব্রেট কাভানগকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাভানগকে সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়া বিচারপতি অ্যান্থনি কেনেডির স্থলাভিষিক্ত করা হয়েছে। হোয়াইট হাউস থেকে এক ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন বিচারপতির নাম ঘোষণা করেন।

কলম্বিয়ার আপিল কোর্টের এই বিচারপতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাবেক উপদেষ্টা ছিলেন। স্থানীয় সময় সোমবার রাতে নতুন বিচারপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

এর আগে কনজারভেটিভদের প্রস্তাবিত ২৫ জনের তালিকা থেকে নতুন বিচারপতি নিয়োগ দিতে গত সোমবার ও মঙ্গলবার সাক্ষাৎকার নেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সোমবার রাতে ইস্ট রুমে এক ঘোষণায় কাভানগ (৫৩) বলেন, প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। এই প্রক্রিয়াতে আমি আপনার হাত ধরে মার্কিন বিচার বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছি। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয়ন দিতে এর আগে কোনো প্রেসিডেন্ট এভাবে এত লোকজনের সঙ্গে বিস্তৃতভাবে আলোচনা করেননি। আমি আপনার প্রতি কৃতজ্ঞ।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।