শেষ ৫ জনকে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছেন ডুবুরিরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ এএম, ১০ জুলাই ২০১৮

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের থ্যাম লুয়াং গুহায় আটকা পড়া কিশোর ফুটবল দলের বাকি চারজন এবং তাদের কোচকে উদ্ধারে ঝুঁকিপূর্ণ অভিযান সমাপ্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ডুবুরিরা। গত ২৩ জুন থেকে গুহাটিতে ১২ কিশোর এবং তাদের কোচ আটকা পড়ে ছিলেন।

রোববার কিশোর ফুটবল দলের ১২ সদস্য এবং তাদের কোচকে উদ্ধারে প্রথম অভিযান শুরু হয়। দু’দিনের অভিযানে মোট আট কিশোরকে উদ্ধার করা হয়। সোমবার গুহার ভেতর থেকে চার কিশোরকে বের করে আনার পর দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়। গুহার প্রবেশপথ থেকে চার কিলোমিটার দূরে আটকা রয়েছে শেষ চার কিশোর ও তাদের কোচ একাপল চ্যান্তাওং।

cave

ওই চার কিশোর এবং তাদের কোচের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানানো হয়েছে। তারা দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার সংকীর্ণ ও উঁচু-নিচু জলমগ্ন পথ পাড়ি দিতে প্রস্তুত আছে।

ওই কিশোর দলটি গুহায় আটকা পড়ার পর থেকেই তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কাড়ে। বিভিন্ন দেশে থেকে অভিজ্ঞ ডুবুরিরা উদ্ধার অভিযানে অংশ নেন। ব্রিটিশ ডুবুরি ও মার্কিন বিমান বাহিনীর সদস্যরা, অস্ট্রেলিয়ার চিকিৎসক পানির নিচে কাজ করতে পারা রোবট এবং বেলজিয়ামের এক নাগরিকও উদ্ধারকর্মীদের সঙ্গে অভিযানে যুক্ত হয়েছেন।

cave

গুহার ভেতরে নিখোঁজ হওয়ার দশদিন পর ওই ১২ কিশোর এবং তাদের কোচের সন্ধান পান ডুবুরিরা। যে আটজন কিশোরকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের জনসম্মুখে আনা হয়নি। তবে তারা শারীরিক অবস্থা ভালো আছে বলে জানানো হয়েছে। সোমবার যে চারজনকে উদ্ধার করা হয়েছে তাদের নিকটবর্তী চিয়াং রাই শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার যে চারজনকে উদ্ধার করা হয়েছে তাদেরও হাসপাতালে রাখা হয়েছে। তারা এখনও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেনি। থাই কর্তৃপক্ষ বলছে, উদ্ধার হওয়া কিশোরদের জাওভাত খেতে দেয়া হচ্ছে। দশদিন ধরে না খেয়ে থাকার কারণে তাদের এখন ভারী খাবার দেয়া হচ্ছে না।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।