ভারতে সন্ত্রাসী হামলায় দুই সেনা নিহত


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৫ আগস্ট ২০১৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বুধবার উধামপুরের সামরুলির কাছে একটি মহাসড়কে এ হামলার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি।

হামলার পর সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে। উদ্ধার অভিযানও শুরু করেছে তারা। এ সময় বিএসএফের গুলিতে এক হামলাকারী নিহত হলেও অন্যরা পালিয়ে গেছে বলে জানা গেছে।

হামলাকারীরা সেনাবাহিনীর পোশাক পরিহিত  ছিল। তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় তিন বাসিন্দাকে অপহরণ করে নিয়ে গেছে।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।