জামালপুরে সপ্তাহব্যাপি বৃক্ষমেলা শুরু


প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৫ আগস্ট ২০১৫

জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে জামালপুরে সপ্তাহব্যাপি বৃক্ষমেলা শুরু হয়েছে। জামালপুর বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে বুধবার শহরের তমালতলা এলাকা থেকে একটি র‍্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী মেলার মাঠে গিয়ে শেষ হয়।

পরে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সৈয়দ মোখলেছুর রহমান জিন্না, মো. দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষধি গাছ বিতরণ করা হয়। সপ্তাহব্যাপি বৃক্ষমেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে।

শুভ্র মেহেদী/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।