নীলফামারীতে বজ্রপাতে শ্রমিক নিহত


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৫ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

আমন ক্ষেতে নিড়ানির কাজ করার সময় সাদেকুল ইসলাম (৩৫) নামের এক কায়িক শ্রমিক বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়েছেন। বুধবার দুপুরে মর্মান্তিক একই ঘটনাটি ঘটে নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের আনসারহাট গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে এলাকায় বজ্রসহ হাল্কা বৃষ্টিপাত হচ্ছিল। এ অবস্থায় কায়িক শ্রমিক সাদেকুল ইসলাম গ্রামের মতিন মিয়ার রোপা আমন ক্ষেতের নিড়ানির কাজ করছি। ওই সময় প্রচণ্ডগর্জনে বজ্রপাত ঘটলে সাদেকুলের শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়।

শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত কায়িক শ্রমিক আনছারহাট গ্রামের মৃত সাহবুদ্দিন মিয়ার ছেলে।

জাহেদুল ইসলাম/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।