পাঁচবিবিতে বন্দুকযুদ্ধে মাদক সম্রাট গুলিবিদ্ধ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চম্পাতলী নামক স্থানে বুধবার ভোরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে মাদক সম্রাট সজল হোসেন (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মলনের মাধ্যমে পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সজল জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া এলাকার আক্কাছ আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে ২০/২৫ জনের একদল সশস্ত্র মাদক ব্যবসায়ী ভারত থেকে অবৈধ পথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে পাঁচবিবি উপজেলার চম্পাতলী নামক স্থানে অবস্থান করছিলেন। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকদ্রব্যগুলো সরবরাহ করা হবে এমন গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালান। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী সজল দুই পায়ে গুলিবিদ্ধ হন। এসময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি সামুরাই ও একটি হাসুয়াসহ ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে গুলিবিদ্ধ সজলকে গ্রেফতার করে চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় সজলের আরেক সহযোগী একই এলাকার প্রিন্স (২৯) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জাগো নিউজকে জানান, তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় প্রায় এক ডজন মাদক ব্যবসা সংক্রান্ত মামলা রয়েছে।
এমজেড/পিআর