মেক্সিকোতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২০ এএম, ০৬ জুলাই ২০১৮

মেক্সিকো সিটিতে আতশবাজির কারখানায় দু’টি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশ কয়েকজন উদ্ধারকর্মীও রয়েছেন।

বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছে। মেক্সিকো সিটি আতশবাজি উৎপাদনের জন্য বেশ পরিচিত। এটাই শহরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা।

স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, তুলতেপেক পৌরসভায় প্রথম বিস্ফোরণের পরপরই সেখানে দমকলকর্মী, পুলিশ পৌঁছায়। এরপর দ্বিতীয় বিস্ফোরণের পর পরই সেখানে আরো উদ্ধারকারী দল পৌঁছায়।

বিবৃতিতে জানানো হয় প্রথম বিস্ফোরণের পরই জরুরি বিভাগে ফোন করা হয়। এরপরেই সেখানে উদ্ধারকারী দল পৌঁছায়। দ্বিতীয় বিস্ফোরণে বেশ কয়েকজন উদ্ধারকর্মীসহ ১৯ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রধান লুইস ফেলিপ পুয়েনতে স্থানীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৪০ জন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।