ইঁদুরও ভবিষ্যতের স্বপ্ন দেখে!


প্রকাশিত: ০৩:৩১ এএম, ০৫ আগস্ট ২০১৫

ভবিষ্যতের জন্য মানুষের মতো স্বপ্ন দেখে ইঁদুরও! আগামীর জীবনকে সুন্দরভাবে সাজাতে কল্পনায় রঙিন জাল বোনে তারা। হোক সে স্বপ্ন মানুষের জাল কাটার। যদিও মানুষের থেকে বুদ্ধিতে পিছিয়ে তারা। সম্প্রতি এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে।

ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, মানুষের মতো হিপোক্যাম্পাস দিয়ে ইঁদুরও মানচিত্র অংকন করে। স্বল্পস্থায়ী স্মৃতি দিয়ে দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করার চেষ্টা করে তারা। আসলে স্বপ্ন কী সেই উত্তর খুঁজতে একসময় ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছিল। দেখা গিয়েছিল ইঁদুর যখন কোনো কারণে গন্তব্যে পৌঁছতে পারে না তখন তারা মানুষের মতো মস্তিষ্কে একটা মানচিত্র এঁকে নেয়। এবং সেই মানচিত্র দিয়েই তৈরি করে স্বপ্ন। অনলাইন

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।