যৌথভাবে যুদ্ধজাহাজ বানাতে তুরস্ক-পাকিস্তানের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৫ জুলাই ২০১৮

যৌথভাবে স্টিলথ যুদ্ধজাহাজ তৈরির লক্ষ্যে চুক্তি সই করেছে তুরস্ক ও পাকিস্তান। ইসলামাবাদে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনবিষয়ক মন্ত্রণালয়ে এই চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, দুই দেশ মিলে চারটি স্টিলথ যুদ্ধজাহাজ তৈরি করবে যাতে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও।

চারটি মিলজেম ক্লাস যুদ্ধজাহাজের মধ্যে দু'টি যুদ্ধজাহাজ তৈরি হবে তুরস্কের ইস্তাম্বুলে। নির্মাণ শেষে দু'টি জাহাজই পাকিস্তানের কাছে হস্তান্তর করা হবে। বাকি দু'টি জাহাজ তৈরি হবে পাকিস্তানের করাচিতে।

চারটি জাহাজেরই মালিক হবে পকিস্তান এবং পাকিস্তানেই সব জাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর কাজ সম্পন্ন করা হবে। যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণের ফলে প্রযুক্তি ক্ষেত্রেও দুই দেশই লাভবান হবে বলে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে।

নতুন প্রযুক্তির এসব যুদ্ধজাহাজ ভারত মহাসাগর ও আরব সাগরে পাকিস্তানের নৌ শক্তি জোরদার করবে বলেও জানানো হয়েছে। পার্সট্যুডে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।