‘হিন্দু মিল’ বন্ধ করে দিচ্ছে এমিরেটস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৫ জুলাই ২০১৮

বিমান যাত্রার খাবার মেন্যু থেকে ‘হিন্দু মিল’ বন্ধ করে দিচ্ছে দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস। বিমান সংস্থাটি জানিয়েছে, ‘হিন্দু মিল’ বন্ধ করার উদ্যোগ নেয়া হলেও হিন্দু যাত্রীরা এখন থেকে অগ্রিমভাবে তাদের আঞ্চলিক নিরামিষ খাবার বেছে নিতে পারবেন মেন্যু থেকে। এ মেন্যুতে থাকবে বিভিন্ন ধরনের ধর্মীয় খাবার যেমন নিরামিষ জৈন খাবার, নিরামিষ ভারতীয় খাবার, কোষের মিল ও বিফ ছাড়া আমিষও।

বিভিন্ন বিমান সংস্থা বিমান যাত্রায় যাত্রীদের ধর্মীয় খাবার বেছে সুযোগ দিয়ে থাকে। এছাড়া যারা গরুর মাংস ও শুকরের মাংস খান না, তাদের জন্যও নিজের পছন্দ মতো খাবার বেছে নেয়ার সুযোগ দেয় বিমান সংস্থাগুলো। এয়ার ইন্ডিয়া ও সিঙ্গাপুর এয়ারলাইনসও তাদের মেন্যুতে ধর্মীয় খাবারের ব্যবস্থা করে থাকে।

তবে এমিরেটস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমরা খাবার মেন্যুতে ‘হিন্দু মিল’ রাখছি না। আমরা কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাকের ভিত্তিতে খাবারের মেন্যু পরিবর্তন করে থাকে। খাদ্য ও পানীয় হলো এমিরেটস বিমানযাত্রায় অবিচ্ছেদ্য অংশ। এমনকি ধর্মীয় খাবার।'

এমিরেটস তাদের ওয়েবসাইটে ভারতীয় নিরামিষ, নিরামিষ জৈন খাবার, কোষের খাবারের তালিকা প্রকাশ করেছে।

সূত্র: এনডিটিভি।

এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।