ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ এএম, ০৪ জুলাই ২০১৮

ইন্দোনেশিয়ায় একটি ফেরি দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে।

ওই দুর্ঘটনায় আরও বহু যাত্রী নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফেরিটিতে ছিদ্র থাকার কারণেই এটি পানিতে ডুবে গেছে। ইন্দোনেশিয়ার পরিবহন সংস্থা জানিয়েছে, উপকূল থেকে ফেরিটি ৩শ মিটার পাড়ি দিয়েছিল।

এখন পর্যন্ত ২৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৪ জনকে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪১ জন। ফেরিটিতে মোট ১৩৯ জন যাত্রী এবং ৪৮টি যানবাহন ছিল।

ভয়াবহ এই ফেরি দুর্ঘটনা এমন দিনে ঘটেছে যখন দেশটির কর্তৃপক্ষ আরও একটি ফেরি দুর্ঘটনার উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে।

ওই ফেরি দুর্ঘটনায় ১৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। মাত্র দু’সপ্তাহ আগে সুমাত্রায় একটি জনপ্রিয় পর্যটন লেকে ওই ফেরিটি দুর্ঘটনা কবলিত হয়।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।