উড়িষ্যায় ৬ বাংলাদেশি হেনস্তার শিকার

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৩ জুলাই ২০১৮

ভারতের উড়িষ্যায় রথের মেলা দেখতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ৬ বাংলাদেশি। হেনস্তার শিকার ৬ বাংলাদেশি সাতক্ষিরা জেলার বাসিন্দা। অভিযোগ রয়েছে, তাদের মারধর করে টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয় পাঁচজনের একটি দল। কলকাতা নিউটাউনে ঘটনাটি ঘটে। নিউটাউন থানায় ওই পাঁচ ছিনতাইকারির বিরুদ্ধে অভিযোগ করেছেন বাংলাদেশিরা। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশের বাসিন্দা শিবপদ সরকারের দাবি, গতকাল (২ জুলাই) রাতে কলকাতা নিউটাউনের তারুলিয়াতে রথের মেলা দেখার উদ্দেশ্যে তার মামার বাড়িতে ঘুরতে আসে ৬ জন বাংলাদেশি নাগরিক। কিন্তু মামা বাড়িতে না থাকায় তারা পাশের একটি মাঠে গিয়ে বসে। সেই সময় প্রায় ৮-১০ জন যুবক এসে তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করে। তখন শিবপদ সরকার তাদেরকে বাংলাদেশের বাসিন্দা বলে পরিচয় দেয়ামাত্র ছিনতাইকারিরা মারধর করতে থাকে ও তাদের কাছ থেকে আনুমানিক ১ লাখ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

এরপর গতকাল রাতে নিউটাউন থানায় অভিযোগ করা হলে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে ওই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।