মসুলে গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ এএম, ০৩ জুলাই ২০১৮

 

ইরাকি নিরাপত্তা বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে একটি গণকবরের সন্ধান পেয়েছে। গণকবরে বহু হতভাগ্য মানুষের লাশ পাওয়া গেছে। উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ যখন শহরটি নিয়ন্ত্রণ করছিল তখন সন্ত্রাসীরা এসব ব্যক্তিকে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে।

সোমবার ইরাকি সামরিক গোয়েন্দা বিভাগের মহাসচিব এক বিবৃতিতে বলেছেন, ইরাকের রাজধানী বাগদাদের ৪শ কিলোমিটার উত্তরে অবস্থিত প্রাদেশিক রাজধানী মসুল শহরকে আল আয়াজিয়া শহরের সঙ্গে সংযুক্ত করা একটি সড়কে থাকা গণকবর থেকে ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরবি ভাষার ইরাকি সংবাদ সংস্থা বাসনিউজ এ খবর দিয়েছে। নিরাপত্তা বাহিনী নিহত ব্যক্তিদের লাশ সনাক্তকরণের জন্য মসুলের ফরেনসিক বিভাগের কাছে হস্তান্তর করেছে। এরপর তাদেরকে নিজেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে ক্যাপ্টেন আমির ওয়াতি বাসনিউজ সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, ফেডারেল পুলিশ বাহিনী মসুলের ২৫ কিলোমিটার দক্ষিণে হাম্মাম আল আলিল শহরে গত ১১ এপ্রিল এ গণকবরের সন্ধান পায়। তিনি আরো বলেন, গণকবর থেকে অন্তত ৬০ ব্যক্তির দেহাবশেষ পাওয়া গেছে। নিহতদের বেশিরভাগই নারী।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।