‘তেলের উৎপাদন বাড়াতে রাজি সৌদি আরব’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০১ জুলাই ২০১৮

তেলের উৎপাদন বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অাহ্বানে সাড়া দিয়ে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বলেছেন, ‘তিনি প্রয়োজনে তেলের উৎপাদন বাড়াতে পারেন। দৈনিক ২০ লাখ ব্যারেল তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে তার দেশের।’

এর আগে শনিবার ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানান, তেলের উৎপাদন ২ মিলিয়ন ব্যারেলে বাড়াতে রাজি হয়েছেন সৌদি বাদশাহ। রিয়াদ বলছে, তেলের উৎপাদন নিয়ে দুই দেশের এ দুই রাষ্ট্রপ্রধান শুক্রবার টেলিফোনে কথা বলেছেন। তবে রিয়াদ কি পরিমাণ তেলের উৎপাদ বাড়ানো হবে সেব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করেনি।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে ট্রাম্প বলেছেন, ‘তেলের বাজারে আরো সরবরাহের প্রয়োজন হতে পারে। সৌদি বাদশাহ বলেন, প্রয়োজনে তিনি তেলের উৎপাদন বাড়াতে রাজি আছেন।’

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, দিনে ২০ লাখ ব্যারেল তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে সৌদি আরবের। বাজারের ভারসাম্য নিশ্চিত করার জন্য প্রয়োজনে সৌদি চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করবে।

সৌদি আরবের তেল উৎপাদন পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র চলতি সপ্তাহের শুরুর দিকে বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, দিনে দুই লাখ ব্যারেল তেলের উৎপাদন বাজানোর লক্ষ্য রয়েছে রিয়াদের।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।