ভারতে ভবন ধসে নিহত ১১


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৪ আগস্ট ২০১৫

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভবন ধসে কমপক্ষে ১১ জনের প্রাণহানি ঘটেছ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত সোমবার গভীর রাতে এ ভবন ধসের ঘটনা ঘটলো। খবর এনডিটিভির।

মুম্বাইয়ের ধসে পড়া ওই তিনতলা ভবনটিতে পাঁচটি পরিবার বসবাস করেছিল বলে জানা গেছে। চলতি বছরের শুরুর দিকে পৌরসভা কর্তৃপক্ষ ওই ভবনের বাসিন্দাদের ভবন ছাড়ার নির্দেশ দিয়েছিলেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর কর্মকর্তা অলক অভাস্তি বলেন, এ ঘটনায় ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে মুম্বাইয়ের ঠাকুরলি এলাকায় ভারী বর্ষণে তিনতলা একটি ভবন ধসে ৯ জন নিহত হয়। গতবছর জুলাই মাসে দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্যে ভারী বর্ষণের পর নির্মাণাধীন একটি ১১ তলা ভবন ধসে ৬১ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগ ছিলেন শ্রমিক।

এসঅাইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।