নোয়াখালীতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাশ বর্জন


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৪ আগস্ট ২০১৫

ক্যারি অন পদ্ধতি পুনর্বহালের দাবিতে নোয়াখালী আবদুল উকিল মেডিকেল কলেজ ও জননেতা নুরুল হক হাসপাতালের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন। সোমবার সকাল ৯ টায় শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে কলেজের একাডেমিক ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।   

শিক্ষার্থীরা জানায়, ২০০২ সালের প্রণীত কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষক ১ম পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতর অর্জন করার পরই ২য় পেশাগত পরীক্ষায় যাবতীয় ক্লাশে অংশগ্রহণ করার জন্য অনুমোদনপ্রাপ্ত হতো। এই কারিকুলামে পেশাগত পরীক্ষা ছিলো ৩টি এবং একজন শিক্ষার্থী কোনো বিষয়ে উত্তীর্ণ না হলেও ১ম পেশাগত পরীক্ষায় সাপ্লিমেন্টারিতে কৃতকার্য হলে তার শিক্ষাবর্ষ পিছিয়ে পড়তো না।

কিন্তু ২০১২ সালে প্রণীত নুতন কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষার্থী প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষায় কৃতকার্য হলেও তার শিক্ষাবর্ষ থেকে ৬ মাস পিছিয়ে যাবে। এক্ষেত্রে পিছিয়ে যাওয়া শিক্ষার্থীদের নিয়ে নবগঠিত ব্যাচের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়বে। নতুন পদ্ধতির কারণে কলেজের ছাত্রাবাসে তীব্র আবাসন সংকটসহ সরকারের রাজস্ব খাত থেকে অতিরিক্ত ব্যয় হবে ।

তারা আরো জানায়, তাদের এ দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

মিজানুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।