মার্কিন পণ্যে পাল্টা শুল্ক কানাডার
মার্কিন গ্রীষ্মকালীন পণ্যের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক বসিয়েছে কানাডা। কানাডা সরকার বলেছে, মার্কিন বাণিজ্যযুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এভাবে শুল্ক বসানো অব্যাহত রাখবে।
মার্কিন যেসব পণ্যের বিরুদ্ধে কানাডা সরকার এখন প্রতিশোধমূলক শুল্ক বসিয়েছে সেগুলো হলো ফ্লোরিডার কমলা লেবুর জুস এবং ওহাইওর টমেটো কেচাপ। চলতি মাসে কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন সরকার বড় রকমের শুল্ক বসিয়েছে। এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল কানাডা সরকার।
এক হাজার ২৬৩ কোটি ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক বসানোর এ সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর করা হবে। বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। জুলাই মাসের চার তারিখে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হবে। তার আগেই কানাডা সরকার মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করল।
এ সম্পর্কে হ্যামিল্টনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিলান্ড বলেন, আমাদের সামনে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়া ছাড়া কোনো পথ নেই এবং আমরা সেটাই করছি। আমরা এ বাণিজ্য যুদ্ধ বাড়াব না আবার আমাদের অবস্থান থেকে সরেও আসব না। যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে বার্ষিক ছয় হাজার ৭৩৯ কোটি ডলারের বাণিজ্য রয়েছে।
টিটিএন/এমএস