পাকিস্তানে শাফকাতের মৃত্যুদণ্ড কার্যকর


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৪ আগস্ট ২০১৫

আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীর বিরোধিতা উপেক্ষা করে পাকিস্তান শাফকাত হোসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মঙ্গলবার সকালে করাচি জেলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর বিবিসির।

২০০৪ সালে শিশু অপহরণ ও হত্যার দায়ে একটি মামলায় অভিযুক্ত ছিলেন শাফকাত। চলতি বছরে দেশটির আদালত আলোচিত এ আসামির মৃত্যুদণ্ড চারবার স্থগিত করেছিল। তার আইনজীবী জানান, শাফকাতকে যখন অভিযুক্ত করা হয় তখন তার বয়স ছিল ১৪ বছর। এছাড়া শিশু হত্যার কোনো প্রমাণ নেই।

এর আগে সোমবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে শেষ সাক্ষাত করেন শাফকাত। এরপর মঙ্গলবার সকালে করাচি কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১৫০ জনের বেশি শিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছিলেন। এরপর থেকে দেশটির কারাগারে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ বাড়ানো হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।