টেক্সাসে হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৭ জুন ২০১৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত আড়াইটায় গেটসভিলে শহরের নির্মাণাধীন এলাকার ভেতরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নির্মাণাধীন এলাকার একটি ইলেক্ট্রিক জেনারেটর থেকেই বিস্ফোরণ ঘটেছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে করিয়েল মেমোরিয়াল হসপিটালের ভূগর্ভস্থ এলাকা থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।

প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে, হাসপাতালের ভূগর্ভস্থ এলাকা থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে হাসপাতালের নতুন একটি শাখার নির্মাণ কাজ চলছিল।

দুর্ঘটনায় আহতদের ডালাসের পার্কল্যান্ড মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন বিস্ফোরণের সময় অগ্নিদগ্ধ হয়েছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।