স্থায়ী নিয়োগ পেলেন দুই বিচারক


প্রকাশিত: ১১:২৮ পিএম, ০৩ আগস্ট ২০১৫

হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারককে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। হাইকোর্টে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া এ দুই বিচারপতির মধ্যে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য।

আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারককে একই বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।