এনবিআরে গ্রামীণফোনের ব্যাংক হিসাব তলব


প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৩ আগস্ট ২০১৫

মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যাংক লেনদেনের সব ধরনের তথ্য চেয়ে একটি চিঠি দেয়া হয়েছে।

এনবিআরেরর বৃহৎ কর দাতা ইউনিট (এলটিইউ) থেকে সম্প্রতি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তবে কতদিনের মধ্যে এসব তথ্য পাঠাতে হবে সে বিষয় কিছু বলা হয়নি।

চিঠিতে বলা হয়েছে, গ্রামীণফোন লিমিটেডের ২০১৪-১৫ কর বর্ষের আয়কর মামলা নিষ্পত্তির লক্ষে ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করা প্রয়োজন। সব ধরনের লেনদেনের বিবরণী জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।

চিঠিতে স্বাক্ষর করেছেন এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের অডিট ইউংয়ের উপ-কর কমিশনার মো. আতাউল হক। তার কাছেই হিসাব সংক্রান্ত সব তথ্য পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে গ্রামীণফোনের টিআইএন নম্বর উল্লেখ করা হয়েছে ০৭০-২০০-৭৫৫৭। ঠিকানা হিসেবে দেয়া হয়েছে জিপি হাউজ, বসুন্ধরা, বারিধারা, ঢাকা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।