কৃষকদের সঙ্গে পশুপালকদের সংঘর্ষে নাইজেরিয়ায় নিহত ৮৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ এএম, ২৫ জুন ২০১৮

নাইজেরিয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন। কৃষকদের সঙ্গে পশুপালকদের সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্লাটু রাজ্যের পুলিশ।

কিছু গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার আদিবাসী বোরোম কৃষকরা ফুলানি পশুপালকদের ওপর হামলা চালালে পাঁচজন নিহত হয়।

পরে শনিবার প্রতিশোধ নেয়ার জন্য পশুপালকরা পাল্টা হামলা চালালে আরও বহু হতাহতের ঘটনা ঘটে। জমি নিয়ে কয়েক দশক ধরেই আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে।

রাজ্যের তিনটি অংশে কারফিউ জারি রয়েছে। রাজ্যের পুলিশ কমিশনার আন্ডি এডি জানিয়েছেন, সহিংসতার ঘটনায় ৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন।

তিনি জানিয়েছেন, সহিংসতায় ৫০ বাড়ি-ঘর, ১৫টি মোটরসাইকেল এবং আরও দু’টি যানবাহন পুড়ে গেছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।