তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ এএম, ২৫ জুন ২০১৮

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তায়েপ এরদোয়ান প্রাথমিকভাবে ৫৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইনজে পেয়েছেন ৩১ শতাংশ ভোট। ৯৪ শতাংশ ভোট গণনা শেষে তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এরদোয়ান দেশটির মোট ভোটারের ৫০ শতাংশ ভোট পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। এক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণের প্রয়োজন হবে না। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সংসদ নির্বাচনেও এগিয়ে রয়েছে এরদোয়ানের দল ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, সংসদ নির্বাচনে গণনাকৃত ৯৩ শতাংশ ভোটের মধ্যে এরদোয়ানের একে পার্টি পেয়েছে ৪৩ শতাংশ ভোট।

অপরদিকে, প্রধান বিরোধী দল সিএইচপি পেয়েছে ২৩ শতাংশ ভোট। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পড়েছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের এ তথ্যকে 'ধান্দাবাজি' বলে আখ্যায়িত করেছে বিরোধী দল।

এবারের তুরস্কের নির্বাচন মূলত দুটি জোটে বিভক্ত হয়ে পড়েছে। একটি পিপলস অ্যালায়েন্স। এ জোটে রয়েছে এরদোয়ানের একে পার্টি, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি ও গ্রেট ইউনিটি পার্টি। অপরটি ন্যাশনাল অ্যালায়েন্স।

নির্বাচনে ছয়জন প্রেসিডেন্ট প্রার্থী রয়েছেন।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।