বার্সেলোনায় বাংলাদেশ সমিতির ঈদ পুনর্মিলনী
স্পেইনের বার্সেলোনায় অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালুনিয়া (বাংলাদেশ সমিতি)র আয়োজনে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয় একটি রোস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনন্দঘন পরিবেশে বার্সেলোনায় বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। উল্লেখ্য, গত ১৭ জুলাই শুক্রবার পালিত হওয়া ঈদুল ফিতরের দিনটি ছিল ওই এলাকার সরকারি কর্মদিবস।
তাই প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই কর্মব্যস্ততার কারণে ঈদুল ফিতরের আনন্দকে উপভোগ করতে পারেননি। পরিচিত জনদের সাথেও দেখা করা হয়ে ওঠেনি অনেকের।
এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে ঈদ পালনের অসম্পূর্ণতার অংশটি যেন পূরণ হয়েছে বলেই মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা। বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে অতিথিদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসএইচএস/আরআইপি