রাজশাহীতে পাউবোর কার্যালয় ঘেরাও
পদ্মা নদীর ভাঙন থেকে মানুষ বাঁচাও সম্পদ বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে রাজশাহী শহর রক্ষা বাঁধ ও পদ্মার ভাঙন রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি নগরীর রেলগেট হয়ে পানি উন্নয়ন বোর্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবশে বক্তারা বলেন, গত বর্ষায় নগরীর জেলা প্রশাসন ও কোর্ট এলাকা সংলগ্ন বুলনপুর, পঞ্চবটি শ্বশান এলাকা, পবা উপজেলার নবগঙ্গা, হাড়ুপুর, বসরী, সোনাইকান্দি এলাকা, চারঘাট উপজেলার রাজশাহী ক্যাডেট কলেজ, পুলিশ ট্রেনিং একাডেমি, টাঙ্গন, ইউসুফপুর এবং গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকায় পদ্মার বাম তীর ভয়াবহ ভাঙন কবলে রয়েছে। অথচ বর্ষা শুরুর আগে ভাঙন ঠেকানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চলতি বর্ষায় আবারো পদ্মার বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হয়েছে।
সমাবেশে অভিযোগ করা হয়, ভাঙন ঠেকাতে বেশ কয়েকটি প্রকল্পের ডিপিপি পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্ল্যানিং কমিশনে দাখিল করেছে রাজশাহী পাউবো। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা এখনো রয়েছে ফাইল বন্দি। বক্তারা অবিলম্বে রাজশাহী রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এছাড়া কাজে দীর্ঘসূত্রিতার জন্য রাজশাহী পাউবোকে দায়ী করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সংগঠনটির সাধারণ সম্পাদক জামাত খান, পরিষদ নেতা দেবাশিষ প্রামাণিক দেবু, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আব্দুল মান্নান প্রমুখ।
শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি