লাখাইয়ে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১২


প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৩ আগস্ট ২০১৫

হবিগঞ্জের লাখাইয়ে গ্রামবাসীর সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে উক্ত ঘটনায় প্রায় সাড়ে ৬শ জনকে আসামি করে দুইটি হত্যাসহ পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এদিকে ঘটনার পর থেকেই হাঙ্গামাকারী গ্রামগুলোর পুরুষরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান।

পুলিশ জানায়, খেজুর ক্রয় নিয়ে বিরোধের জের ধরে গত ঈদুল ফিতরের পর দিন ওই উপজেলার সিংহগ্রাম এবং তেঘরিয়া গ্রামের লোকজনের মধ্যে ভয়ানক সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও নারীসহ কমপক্ষে অর্ধশত লোক আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে হামলায় পুলিশও আহত হন।

ঘটনার পর থেকেই তেঘরিয়া গ্রামের পুরুষরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। উক্ত ঘটনায় নিহত দু’জনের পরিবারের সদস্যরা বাদী হয়ে পৃথক দু’টি মামলা এবং পুলিশ বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে ১৭৮ জনের নাম উল্লেখ করে মোট সাড়ে ৬শ জনকে আসামি করা হয়।

এর প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার টিকাটুলি এলাকা থেকে অভিযান চালিয়ে ১০ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ফান্ডাউক থেকে ১ জন এবং লাখাই উপজেলার বুল­া বাজার থেকে আরো ১ জনকে গ্রেফতার করে। এর মধ্যে জানু মিয়া, মারুফ মিয়া, বোরহান, সাহাব উদ্দিন, ফজল মিয়া, নিপুন মিয়া, সেলিম মিয়া, জালাল মিয়া, আরিফ মিয়া, রোকেলকে ঢাকা, মোবারক মিয়াকে ফান্ডাউক এবং গোলাপ মিয়াকে বুল­া বাজার থেকে গ্রেফতার করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।