প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে


প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৩ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশসানের হস্তক্ষেপে বন্ধ হলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী শায়লা আক্তারের (১৪) বাল্য বিয়ে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জানের নির্দেশে সোমবার বিকেল ৩টায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হকসহ সঙ্গীয় ফোর্স সঙ্গে নিয়ে উপজেলার বড়হরা গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় এবং বিয়ে বাড়ির গেট ও প্যান্ডেল ভেঙে দেন। আর এভাবেই আশরাফুলের নাবালিকা কন্যা শায়লা আক্তারের বিয়ের আগ মুহূর্তে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় বাল্য বিয়ে। আর রক্ষা পায় ১৪ বছরের স্কুল পড়ুয়া শায়লা। পরে প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত শায়লার বিয়ে দেবনে না মর্মে তার বাবা-মা প্রশাসনের কাছে মুচলেকা দেন।

সে উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা অফিসার শাহনাজ আক্তার, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা আক্তার।

আব্দুর রহমান আরমান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।