সিরিয়ায় সরকারি যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১২


প্রকাশিত: ১০:৩০ এএম, ০৩ আগস্ট ২০১৫

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আরিহা শহরে একটি সরকারি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অতিরিক্ত বোমা বর্ষণের কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

রাষ্ট্রীয় গণমাধ্যম খারাপ অাবহাওয়ার কারণে ইদলিব প্রদেশের আরিহা শহরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে। অপরদিকে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত দেশটির বিদ্রোহী গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট বিমানটি গুলি করে বিধ্বস্ত করার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দেশটির ইদলিব প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩৫ জনের প্রাণহানি ঘটে। মে মাসে নুসরা বিদ্রোহীরা ইদলিব প্রদেশ দখল করে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।