নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পিএম, ১৭ জুন ২০১৮

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের বরনো প্রদেশের ডামবোয়া শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বোকো হারামের হামলার ভয়ে শহরটি থেকে বাসিন্দারা এর আগে পালিয়েছিলেন।

শনিবার দেশটির সেনাবাহিনীর প্রধান লেফটেনেন্ট জেনারেল তুকার বুরাতাই অভয় দেন যে শহরটি এখন নিরাপদ। এ জন্য তিনি বাসিন্দাদের শহরে ফিরে আসার আহ্বান জানা। কিন্তু এই আহ্বানের এক ঘণ্টা পরই এ হামলা চালানো হয়।

দুইজন অাত্মঘাতী হয়ে শনিবার সন্ধ্যায় এই হামলা চালায়। আত্মঘাতী হামলার পর বাইরে থেকে শহর লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। হামলার দায় এখনো কেউ শিকার করেনি। তবে বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে।

সূত্র : বিবিসি

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।