হিন্দুদের ভালবাসুন, কিন্তু মুসলিমদের ঘৃণা কেন : মমতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৭ জুন ২০১৮
শনিবার সকালে রেড রোডে ঈদের নমাজে মমতা বন্দ্যোপাধ্যায়- পিটিআই।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি দেশটির সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছেন আপনারা শুধু হিন্দুদের ভালবাসেন কিন্তু মুসলিমদের ঘৃণা করেন কেন?

আগামী বছর (২০১৯ সাল) লোকসভা নির্বাচনের পর ভারতে ‘ঘৃণার রাজনীতি এবং গণপিটুনির জমানা’ শেষ হবে বলে মন্তব্য করে সেই কাজে নেতৃত্ব দেয়ার আশা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সকালে কোলকাতার রেড রোডে ঈদের নমাজে এমন কথা ও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০১৯ সালে গণপিটুনি, ঘৃণাকে খতম করব। ২০১৯-এ এসব ফিনিশ। ফিনিশ করো, এগিয়ে চলো।’

ফের দেশটির সংখ্যালঘু মুসলমানদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব।’ এ সময় তিনি জানান, সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোয় তাকে প্রায়ই আক্রমণের শিকার হতে হয়।

বিষয়টিকে তোয়াক্কা না করে মমতা বলেন, ‘আমাকে কখনও গালি দেয় যে আমি মুসলিমদের ভালবাসি। আমি বলি আপনারা শুধু হিন্দুদের ভালবাসুন। কিন্তু মুসলিমদের ঘৃণা কেন?’

ঈদের দিনে নীতি আয়োগের বৈঠক ডাকায় যে তাতে যোগ দিতে অসম্মত হয়েছিলেন, তা উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদের দিনে বৈঠক ঠিক হয়েছিল। আমি চিঠি দিয়ে বলেছিলাম দিন বদলাতে। ঈদের দিনে যেতে পারব না বলেছিলাম।’ এরপর তারিখ পরিবর্তন করে রোববার নির্ধারণ করায় ওই বৈঠকে যোগ দিতে আজ বিকেলে তিনি দিল্লি যাচ্ছেন।

মমতা বলেন, ‘সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে শিখিয়েছেন আমাদের মা-বাবা। ভালবাসার এই হিন্দুস্থান আমাদের স্বপ্ন।’

এ সময় সংখ্যালঘুদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভাল থাকুন। কেউ প্ররোচনা দিলে আমায় বলুন। আমার জন্য ইশারাই যথেষ্ট। এত ভয়ের কিছু নেই। আমি আছি। দেখি জোর কার বেশি। ‘

মমতা বলেন, ‘কোনো নির্দিষ্ট ধর্মে সন্ত্রাসবাদীর জন্ম হয় না। সন্ত্রাসবাদী যে কোনো ধর্মে জন্মাতে পারে। সন্ত্রাসবাদী ধর্মের নাম অপব্যবহার করে। তার কোনো ধর্ম পরিচয় হয় না।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।