হংকংয়ে বক্ষবন্ধনী পরে বিক্ষোভ


প্রকাশিত: ০৮:০২ এএম, ০৩ আগস্ট ২০১৫

হংকংয়ে বক্ষবন্ধনী পরে পুলিশের যৌন হয়রানির শিকার নারীর কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। রোববার দেশটির পুলিশ সদর দফতরের সামনে অনুষ্ঠিত  বিক্ষোভে প্রায় দুই`শ নারী-পুরুষ অংশ নেন।

হংকংয়ে চলতি বছরের মার্চে বিক্ষোভের সময় পুলিশ কর্মকর্তা চ্যান কাপুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক নারী। পরে আদালত ওই নারীকেই তিন মাস ১৫ দিনের কারাদণ্ড দেন। অাদালত  জানায়, ওই নারী ইচ্ছাকৃতভাবেই পুলিশ কর্মকর্তার দিকে তার স্তন এগিয়ে দিয়েছিলেন। যাতে তিনি পরবর্তীতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনতে পারেন।

বৃহস্পতিবার আদালত ওই নারীকে কারাদণ্ড দিলে দেশটির পুলিশ সদর দফতরের সামনে রোববার প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ বক্ষবন্ধনী পরে বিক্ষোভে অংশ নেয়। এ সময় তারা স্তন কোনো অস্ত্র নয় বলেও শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশ নেয়া একজন আদালতের এ রায়কে হাস্যকর বলে মন্তব্য করেন।

বিচারক মাইকেল চ্যান পিক কিউ বলেন, ওই নারী পুলিশের সুনাম নষ্ট করার জন্য চেষ্টা করছেন। তিনি বলেন, ওই পুলিশ কর্মকর্তা বিক্ষোভে অংশ নেয়া নারীর সঙ্গে থাকা ব্যাগ ধরার চেষ্টা করছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ওই ঘটনা ঘটে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।