অজগরের পেট কেটে বের করা হলো বৃদ্ধার মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১৭ জুন ২০১৮

৫৪ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ অজগরের পেট থেকে বের করা হয়েছে। ইন্দোনেশিয়ার মুনা দ্বীপের সুলাওয়েসি উপকূলের একটি গ্রামে বৃহস্পতিবার এ বিরল ঘটনা ঘটে।

ওইদিন সবজির বাগানে গিয়েছিলেন পার্সিয়াপান লওয়েলা গ্রামের বাসিন্দা ওয়া টিবা (৫৪)। রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করেন আত্মীয়-পরিজনরা। কিন্তু সন্ধান মেলেনি। তখন গ্রামবাসীরা ওই সবজির বাগানে খোঁজাখুঁজি শুরু করেন।

বাগানের মধ্যে একটি জায়গায় প্রথমে বৃদ্ধার চটি মেলে। তার কিছুটা দূরেই কার্যত স্থবির হয়ে পড়ে ছিল প্রায় ২৩ ফুট লম্বা একটি অজগর। সেটা দেখেই সন্দেহ হয় গ্রামবাসীদের। সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন তারা। তার পেট কাটতেই চক্ষু চড়কগাছ। পেটের মধ্যেই রয়েছে ওয়া টিবার দেহ। অবিকৃত অবস্থায়।

স্থানীয় পুলিশ অফিসার হামকা জানিয়েছেন, শতাধিক গ্রামবাসী মিলে সাপটিকে প্রথমে মেরে ফেলে। তারপর তার পেট কেটে বৃদ্ধার মরদেহ বের করে। মরদেহটিকে দেখে মনে করা হচ্ছে, প্রথমে মাথার দিক থেকে শুরু করে বৃদ্ধার পুরো দেহটাই উদরস্থ করে অজগরটি। দেহটি ময়নাতদন্তের জন্য দেশটির একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।