ভারতে তিন প্রদেশে বন্যায় নিহত ৭০


প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৩ আগস্ট ২০১৫

ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও মনিপুর প্রদেশে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ভারী বর্ষনে সৃষ্ট বন্যায় অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এদিকে সোমবার সকালে জম্মু ও কাশ্মীরে নতুন করে বন্যা সৃষ্টি হওয়ায় একটি গ্রাম পানিতে ডুবে গেছে। খবর এনডিটিভির।

বন্যায় শুক্রবার থেকে পশ্চিমবঙ্গে কমপক্ষে ৫০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কলকাতা ছাড়া আরো অন্তত ১২টি জেলা বন্যায় তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রোববার রাত তার কার্যালয়ে কাটিয়েছেন। পশ্চিমবঙ্গের অন্তত দুই লাখ মানুষকে বন্যা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে শনিবার চান্ডেল জেলায় ভূমিধসে ২০ জনের প্রাণহানি ঘটেছে। মনিপুরের নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে মনিপুরের সঙ্গে রাজধানী ইম্ফলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
এদিকে উড়িষ্যায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

এসঅাইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।