পাকিস্তানকে বৈঠকে বসার প্রস্তাব ভারতের


প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০২ আগস্ট ২০১৫

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠকের জন্য পাকিস্তানকে প্রস্তাব দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী  ভারত। বৈঠকে দু’দেশের নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা হবে জানানো হয়েছে। আগামী ২৩ আগস্ট ভারতে রাজধানী নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠানের কথা প্রস্তাবে উল্লেখ করা হয়।

পাকিস্তানের এক কূটনীতিক প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ বৈঠকের জন্য সময় দিতে পারবেন কি-না তা এখনো নিশ্চিত করেনি ইসলামাবাদ।

ইসলামাবাদের শীর্ষস্থানীয় একটি সূত্র বলেছে, বৈঠকের এ প্রস্তাব ফিরিয়ে দেয়া পাকিস্তানের জন্য কঠিন হবে। প্রস্তাবিত বৈঠক নিয়ে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

রাশিয়ার উফে নগরীতে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনের অবকাশে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেছিলেন।

সে সময়  দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। দুই প্রধানমন্ত্রী একমত হয়েছিলেন, প্রস্তাবিত বৈঠকে সন্ত্রাসবাদ সংক্রান্ত সব বিষয়ে আলোচনা হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।