নারীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে : চুমকি


প্রকাশিত: ০৩:১২ পিএম, ০২ আগস্ট ২০১৫

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে যথাযথ আইন প্রণয়নের পাশাপাশি তাদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর এ লক্ষ্যে তাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

রোববার বিকেল সাড়ে ৪টায় মহিলা অধিদফতর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে গাজীপুর কালীগঞ্জের নোয়াপাড়ায় শহীদ ময়েজ উদ্দিন মহিলা আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পর এ অঞ্চলের অদক্ষ মহিলারা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে জীবিকা নির্বাহের সুযোগ পাবে। প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকার অদূরে হওয়ায় চাকরি বাজারের চাহিদানুযায়ী প্রশিক্ষিত নারীরা কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তির সুযোগ পাবে। ফলে নারীদের বেকারত্ব দূর হবে। পারিবারিক এবং জাতীয় জীবনে নারীদের আত্ম-সম্মান বৃদ্ধি পাবে।

এ মন্ত্রণালয় মহিলাদের গতানুগতিক বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি শিক্ষা প্রদান করছে। যেমন, কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিং, আধুনিক গার্মেন্টস প্রশিক্ষণ, অটোমোবাইল ও সিএনজি মেরামতসহ সিএনজি চালনা বলেও জানান তিনি।

মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মো. জাকির হোসেন, কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফী হাসান মেদেহী প্রমুখ।

আব্দুর রহমান আরমান/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।