রকেট হামলায় বুরুন্ডির সাবেক গোয়েন্দা প্রধান নিহত


প্রকাশিত: ০১:১৪ পিএম, ০২ আগস্ট ২০১৫

বুরুন্ডির রাজধানী বুজুমবুরায় রকেট হামলায় দেশটির সাবেক গোয়েন্দা প্রধান ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু অ্যাডলফ এনশিমিরিমানা নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুরে গাড়িতে করে যাত্রার সময় কামেনজি জেলায় রকেট হামলার শিকার হন তিনি। খবর বিবিসি ও আল জাজিরার।

মধ্য আফ্রিকার এই দেশটির সংকটের সময় এনশিমিরিমানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এজন্য তাকে নিরাপত্তাবাহিনীর অত্যন্ত সফল গোয়েন্দা প্রধান হিসেবে বিবেচনা করা হতো। দেশটির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার সবচেয়ে সফল ডেপুটি বলেও তার সুনাম ছিল।

প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের প্রধান উইলি নিয়ামিটি সাবেক এ গোয়েন্দা প্রধানের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। টুইটারে এক পোষ্টে উইলি বলেন, আমরা একজন ভাইকে হারালাম, একজন সহযোদ্ধাকে হারালাম।

উল্লেখ্য, এর আগে বুরুন্দি প্রেসিডেন্টের তৃতীয় দফায় ভোটের সিদ্ধান্তের বিপরীতে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হলে তা শক্তহাতে দমন করেছিলেন এনশিমিরিমানা।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।