যুদ্ধবিরতির ঘোষণা তালেবানেরও
এ সপ্তাহের শেষের দিকে ঈদুল ফিতরের ছুটিতে তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান সংগঠন। বৃহস্পতিবার আফগান কর্তৃপক্ষ যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার পরই প্রথমবারের মতো যুদ্ধবিরতি ঘোষণা করল আফগান তালেবানরাও।
তবে সন্ত্রাসী সংগঠনটির তরফ থেকে জানানো হয়েছে, বিদেশি বাহিনী এই যুদ্ধবিরতির বাইরে থাকবে। তাদের বিরুদ্ধে অভিযান চলবেই বলেও জানানো হয়। এছাড়া নিজেদের রক্ষা করতে যে কোনো আক্রমণও প্রতিহত করবে তারা।
মুসলিমদের পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার তালেবানের সঙ্গে নিঃশর্ত যুদ্ধবিরতির ঘোষণা দেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তবে জঙ্গি গোষ্ঠী আইএস এবং অন্যান্য সংগঠনকে এই যুদ্ধবিরতির আওতায় রাখা হয়নি।
তালেবানের যুদ্ধবিরতি কবে শুরু হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আসরাফ ঘানির তরফ থেকেই প্রথমে তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। তিনি ২০১৪ সালে দেশের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম নিঃশর্তভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
টিটিএন/জেআইএম