সিরিয়ায় বিমান হামলায় ৪৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ এএম, ০৯ জুন ২০১৮

সিরিয়ায় ইদলিব প্রদেশে বিদ্রোহীদের অধিকৃত একটি গ্রামে বিমান হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে সিএনএন শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ইদলিব মিডিয়া সেন্টার বলছে, বৃহস্পতিবার রাশিয়ার বিমান জারদানা গ্রামে এ হামলা চালায়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ গ্রুপ বলছে, যে বিমান থেকে হামলা চালানো হয়েছে-তা রাশিয়ার বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে ’মিথ্যা’ বলে দাবি করেছেন।

রাশিয়া ২০১৫ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সৈন্যবাহিনীকে সামরিক সহায়তা দিয়ে আসছে।  সিরিয়ার সাত বছর ধরে চলে আসা গৃহযুদ্ধে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়স্থল হিসেবে বিবেচিত ইদলিব।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।