রাবি ছাত্রলীগের হল কমিটি স্থগিত


প্রকাশিত: ১১:৫৯ এএম, ০২ আগস্ট ২০১৫

সিট বাণিজ্যকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারামারির পর সংগঠনটির হল কমিটি স্থগিত করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব।

গত ২০ জুন রাবির ওই হলের কমিটি ঘোষণা করা হয়েছিল। পাঁচ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণার ৪৩ দিনের মাধায় তা স্থগিত করলো বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

খালেদ হাসান বিপ্লব জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সভাপতি নাজমুল হাসান সজল ও সাধারণ সম্পাদক সৈকত হোসাইনকে গঠিত কমিটিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিতে ঘোষণা দেয়া হয়েছে। পরবর্তী কোনো ঘোষণা না আসা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

শনিবার রাতে আমীর আলী হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারামারির পর কমিটির সকল কার্যক্রম স্থগিত করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

রাশেদ রিন্টু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।