হাসপাতালগুলোতে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান


প্রকাশিত: ১১:৫০ এএম, ০২ আগস্ট ২০১৫

দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর চিকিৎসার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসপাতালের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।  

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, শরিফুল ইসলাম জিন্নাহ ও সেলিনা বেগম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে গোপালগঞ্জ ইডিসিএল (এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড)-এর বিল্ডিং নির্মাণ কাজ সমাপ্তের পূর্বেই কারখানার জন্য প্রয়োজনীয় মানসম্মত যন্ত্রপাতি ক্রয় করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা অধিদফতরের জনবল নিয়োগের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

এইচএস/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।