ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল


প্রকাশিত: ০৯:১৩ এএম, ০২ আগস্ট ২০১৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। এ ঘটনায় দাবানল নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়া দমকল বিভাগের মুখপাত্র ড্যানিয়েল বারল্যান্ট জানান, বৃহস্পতিবার রাত থেকে ‘কয়েক হাজার’ বজ্রপাত আঘাত হেনেছে। এর ফলে বেশ কয়েক`শ ছোট দাবানল সৃষ্টি হয়েছে। অঙ্গরাজ্যটিতে অন্তত ২৩টি বড় ধরনের দাবানল জ্বলছে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি রাজ্যটির উত্তরে অবস্থান করছে।

দমকল বাহিনীর প্রধান জানান, লেক কাউন্টির বেশ কয়েকটি বাড়িঘর ও ভবন দাবানলে পুড়ে গেছে। এছাড়া  আরও অন্তত ৬ হাজার অবকাঠামো বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।