কালীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি : আহত ২
গাজীপুরের কালীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই পরিবারের ২ সদস্যকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করেছেন সশস্ত্র ডাকাত দল। শনিবার দিবাগত রাতে উপজেলার উত্তর নারগানা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রোববার সকালে ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
ডাকাতির শিকার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের উত্তর নারগানা গ্রামের মৃত সুনীল চন্দ্র দাসের বাড়িতে শনিবার দিবাগত রাত ৩টায় ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল বাড়ির মূল কলাপসিপল গেইটের তালা ভেঙে বাড়িতে ঢুকে। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ১ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল সেট লুট করে নিয়ে যায় এবং একটি ল্যাপটপ ভেঙে ফেলে। এ সময় মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে সুব্রত বাধা দিলে তাকে সশস্ত্র ডাকাত দল এলোপাথারি কুপাতে থাকে।
তার অত্মচিৎকারে পাশের ঘর থেকে ছোট ভাই মিঠুন চন্দ্র দাস (২২) ছুটে আসলে ডাকাত দল তাকেও কুপিয়ে আহত করে চলে যায়। পরে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুব্রতের অবস্থা খারাপ দেখে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং মিঠুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখেন।
খবর পেয়ে রোববার সকালে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রাসেল (২১) এবং অহেদ আলীর ছেলে আলমগীরকে (৩০) আটক করেন।
আব্দুর রহমান আরমান/এসএস/পিআর