আগৈলঝাড়ায় বাল্য বিয়ের শিকার স্কুলছাত্রী


প্রকাশিত: ০৭:১৪ এএম, ০২ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ের শিকার হলেন ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রী। শনিবার এ বাল্য বিয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের মোর্তুজা বাহাদুরের মেয়ে ও বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতের সঙ্গে একই গ্রামের রহমান খন্দকারের ছেলে মাওলা সরিফুল খন্দকারের (২৪) শনিবার বিয়ে হয়। বাল্য বিয়েতে উপস্থিত ছিলেন ওই গ্রামের মাতবর ছালাম ভাট্রি, ইউসুফ বাহাদুর, আলী বাহাদুরসহ অনেকে।

এ ব্যাপারে রহমান খন্দকারের কাছে বাল্য বিয়ে সম্পর্কে জানতে চাইলে তার স্ত্রী গর্ব করেই ছেলের বিয়ের কথা জানান।

কনে জান্নাতের মা বলেন, এরহোম বিয়া কতোডা হয়। মোর মাইয়াডা লইয়া এতো জ্বালা ক্যান আপনাগো। তিনি আরও বলেন, মোর বিয়া হইছে নয় বছর বয়সে, মোর চার মাইয়্যার মইধ্যে বড় মাইয়্যা বিয়া দিছি বারো বছরে।

খোঁজ নিয়া জানা গেছে, বাগধা ইউনিয়নে উপজেলার মধ্যে বাল্য বিয়ের সংখ্যা সর্বাধিক। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, গোপনে এই বিয়ে দেয়া হয়েছে। আমি জানতে পারলে যে কোনো অবস্থায় বাল্য বিয়ে বন্ধ করে দিতাম।
 
এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।