স্ত্রীর গুলিতে ক্যালিফোর্নিয়ার মেয়র নিহত


প্রকাশিত: ০৬:০১ এএম, ০১ অক্টোবর ২০১৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক উপশহরের মেয়র মঙ্গলবার রাতে নিজ বাসভবনে গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসি ও এপি’র।

লস এঞ্জেলসের ডেপুটি শেরিফ ক্রিস্টাল হার্নান্দেজ জানান, মঙ্গলবার মেয়র ড্যানিয়েল ক্রেসপোর (৪৫) সঙ্গে তার স্ত্রী লিভেত্তে ক্রেসপোর কথা কাটাকাটি হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তাদের ১৯ বছর বয়সী সন্তান এ সময় দু’জনকে থামাতে আসলে স্ত্রীর গুলিতে নিহত হন ড্যানিয়েল।

ড্যানিয়েলের গায়ে বেশ কয়েকটি গুলি লাগে। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। লস এঞ্জেলসের উপশহর বেল গার্ডেনেসের মেয়র ছিলেন ড্যানিয়েল। ২০০১ সালে সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।