তালেবানে ভাঙনের সুর


প্রকাশিত: ০২:৫৪ এএম, ০২ আগস্ট ২০১৫

আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালেবানের অভ্যন্তরে ভাঙন ধরেছে বলে মন্তব্য করেছেন খোদ দলের নতুন নেতা মোল্লাহ আখতার মনসুর। সদ্য প্রকাশিত এক অডিও বার্তায় এ কথা বলেন তিনি। খবর বিবিসির।

অডিও বার্তায় মোল্লাহ আখতার তালেবানের মধ্যে ভাঙন রুখতে শত্রুদের বিরুদ্ধে জিহাদে ঐক্যবদ্ধ থাকর আহ্বান জানান।  এর আগে, মোল্লাহ মোহাম্মদ ওমরের মৃত্যুর খবর নিশ্চিতের পর বৃহস্পতিবার আখতার মনসুরকে দলের নেতা নির্বাচিত করা হয়।

এদিকে, মনসুরের এর এই নিয়োগ ইসলামের শরিয়াহ সম্মত হয় নি বলে অভিযোগ তুলেছে তালেবানের একটি অংশ। নতুন এই নেতার নিয়োগের পর তালেবানের এক মুখপাত্র বলেন, শরিয়াহ আইন মোতাবেক সকল তালেবানের অনুমতিতে নতুন এই নেতার নিয়োগ দেয়া হয় নি।

এই অবস্থায়, সকলকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়ে মনসুর বলেন, ‘আমাদের বিভেদ আমাদের শত্রুদেরই উল্লসিত করবে। ৩০ মিনিট দীর্ঘ এই অডিওতে তিনি বোঝাতে চেয়েছেন যে তালেবান এই যুদ্ধে ইস্তফা দিয়ে শান্তির পথ ধরছে না।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।