মমতাকে ছেড়ে নিজেই দল গড়লেন বাইচুং

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০১ জুন ২০১৮

রাজনীতিকে বিদায় জানিয়েছিলেন আগেই৷ ঘোষণা দিয়েছিলেন খুব তাড়াতাড়ি আর ফিরবেন না। হঠাৎ গতকালই (বৃহস্পতিবার) ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ক্যাপ্টেন বাইচুং ভুটিয়া নিজ রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন। দলের নাম, ‘হামরো সিকিম পার্টি’৷

ভারতের সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১০৪ কি.মি. দূরে পশ্চিম সিকিমের দারামদিনে এক জনসমাবেশে দলের নাম ঘোষণা করেন বাইচুং৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী আর বি সুব্বার দলের পতাকা উড়িয়ে ‘হামরো সিকিম পার্টির’ সূচনা করেন৷ শুরু থেকেই পার্টির লাইন ঠিক করে দেন বাইচুং৷

‘হামরো সিকিম পার্টি’র ভূমিকা হবে বিরোধী দলের মতো৷ বাইচুং বলেন, ‘মুখ্যমন্ত্রী চামলিং একজন স্বৈরাচারী৷ তার দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট স্বৈরাচারী দল৷’ বাইচুং আরও অভিযোগ করেন, ‘রাজ্যের মানুষ চামলিং সরকারের সীমাহীন দুর্নীতি নিয়ে প্রশ্ন করতে ভয় পান৷ তার ফায়দা নিচ্ছে শাসক দল৷’

দলের আত্মপ্রকাশের প্রথম দিনই দক্ষ রাজনীতিকের মতো মুখ্যমন্ত্রী পবন চামলিংকে আক্রমণ করেন বাইচুং৷ বিদ্যুৎ পরিসেবার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর দাবিকে মিথ্যা বলেন তিনি৷ বাইচুং বলেন, ‘রাজ্যের মানুষ এখনও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পান না৷ তার পরেও মুখ্যমন্ত্রী বিদ্যুত পরিসেবা এমন দাবি করেন যেন সিকিমের উদ্বৃত্ত বিদ্যুত বিদেশি দেশগুলোতে সরবরাহ করা হয়৷ অথচ বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়৷’

৪১ বছর বয়সী বাইচুং জানান, আগামী বিধানসভা নির্বাচনে তার দল ক্ষমতায় এলে রাজ্যের মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুত পাবেন৷ রাজনীতির ময়দানে বাইচুং পা রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়াই করেন৷ কিন্তু হেরে যান৷ এর পরেও তৃণমূলের টিকিটে লড়াই করেছেন তিনি৷ কিন্তু বার বার বাংলার রাজনীতির ময়দানে পায়ের তলার জমি শক্ত করতে অসামর্থ্য হন৷ এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে নিজ দল গড়ার কথা জানান তিনি৷

এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।