মহারাষ্ট্রে গাড়ি-ট্রাকের মধ্যে সংঘর্ষ : নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০১ জুন ২০১৮

মহারাষ্ট্রে একটি গাড়ি এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার ভোরে মহারাষ্ট্রের ইয়াবতমল জেলার আরনির কাছে কোসদানি ঘাটে ওই দুর্ঘটনা ঘটে।

একটি শিখ পরিবারের সদস্যরা পাঞ্জাব থেকে মহারাষ্ট্রের নানদেদ এলাকার দিকে যাওয়ার সময় তাদের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ বাধে। তারা তিনটি গাড়িতে করে যাচ্ছিলেন। এর মধ্যে একটি দুর্ঘটনা কবলিত হয়।

নিহতদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ এবং দু'জন শিশু। দুর্ঘটনায় আহত দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ইয়াবতমলের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে গত বুধবার একই ধরনের দুর্ঘটনায় কালাম্ব তেহসিলের বেলোনা গ্রামে দু'জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়। ওই এলাকা ইয়াবতমল থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।