নিউ ইয়র্কে পম্পেওর সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ৩১ মে ২০১৮

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-এর সঙ্গে ঐতিহাসিক সামিটে যোগ দিতে নিউ ইয়র্কে এক নৈশভোজে অংশ নিয়েছেন কিমের ডান হাত হিসেবে পরিচিত জেন কিম ইয়ং চোল। চীনে সফর শেষ করেই পম্পেও-এর সঙ্গে নৈশভোজে অংশ নেন জেন কিম ইয়ং চোল। আজ আবারও তাদের দু’জনের মধ্যে সাক্ষাত হবে।

গত ২০ বছরে এই প্রথম উত্তর কোরিয়ার সবচেয়ে শীর্ষ কোনো কর্মকর্তা যুক্তরাষ্ট্রে সফর করলেন। এর আগে উত্তর কোরিয়ার সঙ্গে আগামী মাসের ১২ তারিখে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারপরেই দু’দেশের তরফ থেকে নতুন করে বৈঠকের জন্য সম্মতি জানানো হয়।

সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে তাই দু’দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে নিউ ইয়র্ক সফর করছেন জেন কিম ইয়ং চোল।

আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য ওই বৈঠক উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতার মধ্যে প্রথম ঐতিহাসিক বৈঠক।
এর আগে কিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের বৈঠক হয়নি।

বুধবার সন্ধ্যায় জাতিসংঘের সদর দপ্তরের কাছে অবস্থিত একটি ভবনে পৃথকভাবে পৌঁছান পম্পেও এবং জেন কিম। এর পরেই পম্পেও জানান নৈশভোজ চমৎকার ছিল।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।