মিয়ানমারে বন্যায় ২৭ জনের মৃত্যু


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০১ আগস্ট ২০১৫

মিয়ানমারে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন দেশের চারটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ঘূণিঝড় কোমেন আঘাত হানার পর দেশটিতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট থেইন সেইন দেশের চিন, মাগউই, স্যাগাইন এবং রাখাইন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

জাতিসংঘ হিসেব অনুযায়ী, দেশটিতে এক লাখ ৪০ হাজার লোক শরণার্থী ক্যাম্পে বসবাস করছে। এদের অধিকাংশই রোহিঙ্গা মুসলিম। এসব রোহিঙ্গা মুসলিমদেরকে দেশটির সেনাবাহিনী রাখাইন প্রদেশের বিভ্ন্নি স্কুল ও কমিউনিটি সেন্টারে আশ্রয় দিয়েছে বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর এ বন্যা পরিস্থিতিকে বড় দুর্যোগ উল্লেখ করে বলেছে, বন্যা পরিস্থিতি অারও ভয়াবহ হতে পারে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।